সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধারা। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম খান,মোঃ হারুন মিয়া ও মোঃ মকবুল হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি এম সাইদুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
প্রকাশ, গত ২৬ জানুয়ারি পত্রিকায় কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক ডিজিটাল আইনে মামলা করেন চেয়ারম্যান সালেউদ্দিন পিকু।
আরো পড়ুন মহান শহিদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে ৮ দিনব্যাপী বই মেলা শুরু