এবারের এইচএসসি পরীক্ষায় জামালপুরের বকশীগঞ্জের রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল বিপর্যয়ের পরেও বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ আবু খালেদ মো. আমীন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, জেনারেল শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় পাঁচটি কলেজ রয়েছে। পাঁচটি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ওই কলেজ থেকে এইচএসসি পাস করেছেন মাত্র একজন।
একজন পরীক্ষার্থী পাস করলেও কলেজের অধ্যক্ষের কোনো অনুশোচনা নেই। বরং তিনি এই ফলাফলে গর্বিত বলেই জানান। যার কারণে বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আয়োজন করেছেন তিনি। রয়েছে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম।
কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভেতরে বনভোজনের আয়োজন করা হয়েছে। ফলাফল খারাপ হতেই পারে, তাই বলে পূর্বনির্ধারিত বনভোজন তো বন্ধ করার দরকার নেই। ’
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, ‘সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের। কলেজ সাধারণ শিক্ষা বোর্ডের, কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল এত খারাপ করার পরেও কলেজ ক্যাম্পাসে তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।