শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও নানা বাধা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটা কাজে বাধা দেয়া এটা কিছু মানুষের চরিত্র।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে।
রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে। ’
তিনি বলেন, শুধু যে পদ্মাসেতু করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছি তা নয়। এই মেট্রোরেল করতে গিয়েও নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। নানা ধরনের প্রতিকূলতা পেরিয়ে তারপরেই আমরা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সক্ষম হয়েছি।
শেখ হাসিনা বলেন, ‘যানজট নিরসনে বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে।