দিনাজপুরে গত কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। সেইসঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা থাকছে অনেক বেলা পর্যন্ত। যে কারণে সূর্যের মুখ অনেক বেলা করে দেখা যাচ্ছে।
পাশাপাশি হিমেল বাতাসে বেশ ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সেই সময় মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
তবে ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করেই যাচ্ছেন কর্মস্থলে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতা ছিলো ৯৩ শতাংশ।
গত কয়েকদিন ধরে ১০ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আগামী কয়েকদিন দিনও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দিনাজপুরেও তার প্রভাব কিছুটা লক্ষ করা যাচ্ছে।