খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খালি তেলবাহী রেল গাড়িটি সান্তাহার থেকে খুলনায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ জানান, বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। তবে তবে ট্রেনটি খালি ছিল। উদ্ধার অভিযান চলছে।
জানা গেছে, সাগরদাঁড়ি এক্সপ্রেস আজ চলছে না, শুধু বেনাপোল থেকে খুলনাগামী ট্রেন ‘বেতনা’ যেটি ৫টার সময় ছেড়ে আসে সেটি চলাচলে প্রতিবন্ধকতার সম্ভাবনা আছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ভেতর লাইন ক্লিয়ার কর যাবে।