শত্রুর কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করা ও দেশের জনগণকে ঘরে ফেরানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেনের জাতীয় জীবনে চলতি সপ্তাহ ‘খুবই গুরুত্বপূর্ণ’। আমরা চলতি সপ্তাহে নতুন বছরে পদার্পণ করছি। আমাদেরকে অবশ্যই জাতীয় লক্ষ্য সম্পর্কে সাধারণ বোঝাপড়া থাকতে হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের এই প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। আল-জাজিরার ্এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।
এদিকে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে দুটি ক্ষেপণাস্ত্র ও ৪৪টি রকেট ছুড়েছে রুশ বাহিনী। এসব হামলায় বাখমুত ও আভদিভকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ হামলার জেরে ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, বড়দিনের উৎসবের মধ্যেও বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিড মেরামতে সংশ্লিষ্ট কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট আরও জানান, পূর্বাঞ্চলের দোনবাসে যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। এ ছাড়া ইউক্রেন সরকারের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, দেশটির লুহানস্ক ও দোনেৎস্কের বিভিন্ন এলাকায় রাশিয়ার সঙ্গে জোরদার যুদ্ধ চলছে। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগ তুলে রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।