পথশিশুকে অপহরণ করে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে রাখা হয় গৃহকর্মী হিসেবে। এরপর চার বছর ধরে তাকে করা হয় নির্মম নির্যাতন। এমন একজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
সংবাদ সাম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ২০১৮ সালের সেপ্টেম্বরে গুলশান আজাদ মসজিদ এলাকায় ১২ বছরের শিশুকে ফুল ও কাগজের স্টিকার বিক্রি করতে দেখে।
পরে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করে খিলগাঁও স্টিলের কারখানায় আটকে রাখে। পরে তাকে গৃহপরিচারিকা হিসেবে ২০ হাজার টাকায় বিক্রি করার চেষ্টা করে। কিন্তু আটকে রাখার কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় দালাল চক্র কিনতে অস্বীকৃত জানায়। পরে আব্দুল্লাহ নিজ বাসায় মেয়েটিকে নিয়ে গৃহকর্মী হিসেবে নির্মম নির্যাতন চালায়। দিনমজুর বাবা চার বছর ধরে সন্তানকে না পেয়ে র্যাবের শরণাপন্ন হলে, তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর। র্যাব আরও জানায়, মেয়েটির কিডনি বিক্রির চেষ্টাও করেছিল অপহরণকারী আবদুল্লাহ।