কানাডার টরন্টোরে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের টরোন্টোর উত্তরের শহর ভনের একটি বিল্ডিংয়ে গুলির ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘ভয়ানক দৃশ্য’ দেখতে পায়। নিহত ব্যক্তিরা পড়ে ছিলেন সেখানে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন টরোন্টোর ইয়র্কের আঞ্চলিক পুলিশ প্রধান জিম ম্যাকসুয়েন।
পুলিশ প্রধান আরও জানান, বাসিন্দাদের বসবাসের জন্য বিল্ডিংটি প্রস্তুত করতে কাজ করছেন তারা। নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এই গোলাগুলির উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।