ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও বেশ কয়েকজন।
বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের সারণ জেলার চাপড়া এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। ছয় বছর আগে বিহারে মদ নিষিদ্ধ করার পর থেকে বিষাক্ত মদপানে এটাই সর্বোচ্চ মৃত্যু।
এই ঘটনা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বিহারের সরকার ও রাজ্য পুলিশের মহাপরিচালকের প্রতি নোটিশ ইস্যু করেছে। এপ্রিল, ২০১৬ থেকে বিহারে মদ বিক্রি ও পানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে, তবে রাজ্য সরকার এ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করছে না বলে অভিযোগ উঠেছে।