রাজধানীর লালবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আল কামরান বিপ্লব নামের এক মাদক ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
এদিন জামিনে থাকা আসামি বিপ্লব আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি আসামি আল কামরান বিপ্লবকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আতোয়ার হোসেন মন্ডল বাদী হয়ে লালবাগ থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেম পাটুয়ারী তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। পরবর্তীতে চলতি বছরের ১০ আগস্ট আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। তার বিরুদ্ধে ২০১০ সালে প্রথম মাদক মামলা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আরও পাঁচটি মামলা হয়।