ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামতে না পেরে চারটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বিকল্প বিমানবন্দরে। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকেই ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। এ কারণে আড়াই ঘণ্টা রানওয়েতে ফ্লাইট ওঠা-নামাও বন্ধ ছিল।
কুয়াশা খানিকটা কমে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট উঠানামা ফের শুরু হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশায় ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। এর জন্য আকাশে অনেকক্ষ ঘুরাঘুরি করেও চারটি ফ্লাইট ঢাকায় নামতে পারেনি। পরে সেগুলো চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আটকে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে। ’