পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মনির মার্কেটে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র’-এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং সভাটি গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন উপস্থিত থেকে উদ্বোধন করেন। গলাচিপা থানা পুলিশের ওসি আতিকুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন, ইউনিয়ন যুবলীগ নেতা ও সাংবাদিক নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. এমাদুল খান, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনসহ সকল পর্যায়ের নেতৃবন্দ। এ সময় গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জঙ্গি, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধে তৎপর হতে হবে। এ দেশ আপনার আমার সকলের, তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। আসুন সকলেই দেশের জন্য কাজ করি, স্বপ্নের সোনার বাংলা গড়তে একযোগে কাজ করি।