হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেলবাহী লরির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ১০টার পরপরই সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে ৪টি ইউনিট কাজ করেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১১ মিনিটে আমরা খবর পাই। পরে আমাদের কর্মীরা সেখানে ছুটে যান।
আগুন নেভার পর ফায়ার সার্ভিস থেকে আরও বলা হয়, বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনাল এলাকায় ২টি তেলবাহী গাড়িতে আগুন লাগে। কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ট্রাকের ড্রাইভারের নাম গোলাম মোস্তফা। ওই ট্রাক থেকে পাশে অবস্থান করা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়।