নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোণা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক,নেত্রকোণা সদর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।পরে নেত্রকোণা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।