গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় পুরাতন পোস্ট অফিসের পেছন থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩টি সুইচ গিয়ার চাকু, ১ লোহার রড উদ্ধার করা হয়।
বাসন থানার এসআই মতিউজ্জামানের নেতৃত্বে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা পুরাতন পোস্ট অফিসের পিছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিনারুল ইসলাম, মো. রাজু ওরফে পিনিক রাজু (২১), মো. ফজলু ওরফে তোতলা ফজলু (৩২), মো. মিলন হোসেন (২৩), আল আমিন (১৮)।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, গাজীপুরের চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পোস্ট অফিসের পেছন থেকে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।