বিএনপির এমপিদের পদত্যাগের গেজেট ইসিতে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ৯০ দিন পর্যন্ত অপেক্ষা না করে শূন্য আসনগুলোতে শিগগিরই তফসিল ঘোষণা হবে বলেও জানান তিনি।
সোমবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন আলমগীর। তিনি আরও বলেন, ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই আসনগুলোতে উপনির্বাচন হবে।
তফসিলের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। বিএনপির এমপিদের পদত্যাগ ইসির জন্য কোনো চাপ নয় বলেও জানান তিনি।
এর আগে গতকাল (১২ ডিসেম্বর) বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর মধ্যে ছয় জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপির সাত জন সংসদ সদস্যের পদত্যাগপত্র হাতে পেয়েছি। এর মধ্যে পাঁচ জন নিজেরাই এসেছিলেন। বাকি দুজনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে।