উন্নয়ন ও অগ্রযাত্রায় একে অপারের সহযোগী বাংলাদেশ-ভারত। স্বাধীনতা যুদ্ধের সময় যে সম্পর্কের ভিত গড়ে উঠেছিল, তার গভীরতা এখন অনেক বেশি বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (১১ ডিসেম্বর) মৈত্রী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে দুই দেশ অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। একইসাথে বিশ্বের দরবারে একে অপারের সহযোগী দুই দেশ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু ভারত। তাদের সমর্থন ছাড়া ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনা সরকার ভারতের সাথে বন্ধুত্ব রক্ষায় সকল পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান মন্ত্রী।