রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অস্ত্র হাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে গুলি করা সেই ব্যক্তির পরিচয় জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই ব্যক্তি ছাত্রলীগের কেউ নন বলে দাবি করেছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
হারুন অর রশীদ বলেন, নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে অস্ত্রহাতে থাকা ব্যক্তি একজন আনসার সদস্য।
তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্বপালন করছিলেন।
বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশের মাঝে থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি ছোড়া ওই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এদিন তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
সাদা পোষাকে দায়িত্বপালনের বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘আমিও অনেক সময় সাদা পোষাকে দায়িত্ব পালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্বপালন করতে পারেন। ’