আফগানিস্তানে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মঙ্গলবার উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মাদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টায় হাইরতন তেল কোম্পানির শ্রমিকদের বহনকারী বাসে বিস্ফোরণ ঘটে।
এতে ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে বিষটি তদন্ত করে দেখছে পুলিশ।
উজবেকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত বলখ প্রদেশ আফগানিস্তানের প্রধান স্থল বন্দরগুলির মধ্যে একটি। এই প্রদেশের মধ্য দিয়ে এশিয়ার সাথে রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।