বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির জোট জি-২০ এর প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে ভারত। এক বছর দায়িত্ব পালন করবে দক্ষিণ এশিয়ার এই দেশটি। এরপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করার কথা জানিয়ে একটি টুইট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার সোশ্যাল প্লাটফর্ম টুইটারে এক টুইট বার্তায় জো বাইডেন বলেছেন, ‘জি-২০ প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বন্ধু নরেন্দ্র মোদিকে সহায়তার জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি।
ভারতকে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অংশীদার হিসাবে বর্ণনা করে বাইডেন বলেন, ‘জলবায়ু, জ্বালানি ও খাদ্য সংকট চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবো। সেইসঙ্গে আমরা টেকসই ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও কাজ করবো। ’
এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) একটি টুইট করেন মোদি। যেখানে তিনি বলেছিলেন, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ শীর্ষক ভাবনা নিয়ে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করবো আমরা। এ ছাড়া জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন, মহামারির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথা জানান মোদি। এরপরেই ভারতের প্রধানমন্ত্রীকে সমর্থন করে টুইট করেন বাইডেন।