প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বোরো ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী (সিএসবি) বাজার সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্রী দেবব্রত সরকার। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষক মোস্তফা মশিউল আলম, হাসিবুল ইসলাম প্রমুখ।
সমাবেশে আমন্ত্রিত কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রতিটি পতিত জমিতে এবার বোরো ধান চাষাবাদ করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাড়ির আনাচে-কানাচে পতিত কোনো জমি ফেলে রাখা যাবে না। সেই জমিতে সরিষা, ডাল, সূর্যমুখী, খেসারী ও সবজি চাষ করতে হবে।