ঝিনাইদহে ১০ তলা ভবন থেকে পড়ে সেলিম মন্ডল (২০) নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম শহরের পবহাটি গ্রামের আমিন মন্ডলের ছেলে।
জানা গেছে, সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আলাউদ্দিনের ১০ম তলা ভবনে বেশ কয়েকদিন ধরে রঙ মিস্ত্রিরা কাজ করছিল।
প্রতিদিনের ন্যায় আজ ভবনের বাইরে সাইডে ৭ম তলায় সকাল থেকেই কাজ শুরু করে।
হঠাৎ দুপুর ১টার দিকে রশি ছিঁড়ে নিচে পড়ে যায় সেলিম। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে সহকর্মীরা। এরপর অপারেশন রুমে নেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহলে রানা।