যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে বাবা-ছেলেসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।
উপজেলার ব্যাগারিতলার যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)।
বাকি নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নাস্তা করতে আসা এক বাবা ও ছেলেকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। পরে মহাসড়কের পাশের হোটেলে ঢুকে পড়ে কাভার্ডভ্যানটি। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। ঘাতক যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। ’