সারাদেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছে নৌ পরিবহন শ্রমিকরা। সোমবার (২৮ নভেম্বর) বিকেল থেকে যাত্রী ও পণ্যবাহী সব নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
এদিন বিকেলে রাজধানীর শ্রম ভবনে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এসব জানান। তিনি বলেন, শ্রমিকদের বেতন চলতি মাস থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা বাড়ানোর ঘোষণার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বিকেল থেকেই কাজে ফিরবেন শ্রমিকরা।
উল্লেখ্য, নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো সোমবারও (২৮ নভেম্বর) ভোর থেকে দেশের সব নৌ-বন্দরে বন্ধ ছিল পণ্য খালাস ও ওঠা-নামা। নৌযান শ্রমিকদের আরও ১২টি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতিতে অংশ নেয়।
গতকাল (২৭ নভেম্বর) ভোর থেকে দেশের সবকটি নৌ-বন্দরে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এসময় সাধারণ শ্রমিক ও নেতারা অভিযোগ করে বলেন, শ্রমিকদের বর্তমান সর্বনিম্ন মজুরি ৭ হাজার ৭০০ টাকা ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ দুই লাখ টাকা। তাদের দাবির প্রেক্ষিতে মালিকপক্ষ বিভিন্ন সময়ে মজুরি ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ বৃদ্ধি করবে বলে বারবার আশ্বাস দিয়েও তা মেনে নিচ্ছেন না। এর ফলে নৌ পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা।