সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে রামনাবাদ, বুড়াগৌরাঙ্গ, তেতুলীয়া ও আগুনমুখা নদী থেকে, গত বুধবার দিনগত রাতে অবৈধ ৫টি বেহুন্দি, ১০টি চরঘেরা জাল জব্দ করে, গলাচিপা বোয়ালিয়া ঘাটে অগ্নি সংযোগ করে পুরিয়ে ফেলে ।