সিরাজগঞ্জে জেলা-রেজিষ্ট্রার অফিসের অফিস সহায়কের অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ দাবির প্রতিবাদে কলম বিরতি রেখে মানববন্ধন পালন করেছেন দলিল লেখক সমিতির সদস্যরা। শহরের মুজিব রোডস্থ সাব-রেজিষ্টার কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মমিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে অনিয়ম ও দুর্নীতির কারণে অফিস সহায়ক মহির উদ্দিনকে অন্যত্র বদলি করা হয়। তার বিরুদ্ধে দুদকের মামলা ও বিভাগীয় তদন্ত হচ্ছে।
দলিল লেখকদের আপত্তির পরেও জেলা রেজিস্ট্রার দুর্নীতিবাজ অফিস সহায়ক মহিরকে গত বুধবার আবারও সদর অফিসে সংযুক্ত করেন। পরের দিন থেকেই দলিল প্রতি ২ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন দলিল লেখকদের কাছ থেকে। চাহিদামতো টাকা না দিলে দলিল সম্পাদন করে না এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে দিয়ে দলিল লেখকরে লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করে থাকে। মানবন্ধনে জেলা দলিল লেখক সমিতির সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।