ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জাহাজ ঘর মোড়ে এসে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করে বলেন, বিএনপি যখন সাধারণ মানুষের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, ঠিক তখনই আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের রক্তাক্ত করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।