অবৈধ অভিবাসী নেয়া নিয়ে বিবাদে ইউরোপীয় ইউনিয়নের দুই দেশ ফ্রান্স ও ইতালি। এ ঘটনায় অনিশ্চিয়তায় পড়েছে এই সীমান্তে থাকা বাংলাদেশিসহ বহু অভিবাসন প্রত্যাশী। যদিও এই ইস্যুতে দুই দেশের দূরত্ব ঘোচাতে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন।
গত ১৪ নভেম্বর ওশান ভাইকিংয়ের একটি অভিবাসন প্রত্যাশী জাহাজ ইতালি বন্দরে আসলেও সেই জাহাজকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ইতালির জর্জিয়া মোলোনি সরকার।
পরবর্তীতে জাহাজটি ফ্রান্সের বন্দরে আসলে সেখান থেকে শিশুসহ ২২৯ জন অভিবাসীকে উদ্ধার করে ফ্রান্সের ম্যাক্রো সরকার। তবে চুক্তি অনুযায়ী ইতালি থেকে ৩ হাজার অভিবাসী গ্রহণে অস্বীকৃতি জানায় দেশটি। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার করে ফরাসি সরকার।
দুই দেশের বিবাদে সাগরে ভাসছে মানবাধিকার সংগঠন- ওশান ভাইকিংয়ের জাহাজ। এতে বাংলাদেশিসহ অনেক অভিবাসীর জীবন পড়েছে অনিশ্চিয়তায়।
সদস্য দুটি দেশের এমন সিদ্ধান্তে স্বস্তিতে নেই ইউরোপীয় ইউনিয়ন। সতর্ক করে জানায়, প্যারিস-রোম দ্বন্দ্বে অভিবাসন নিয়ে আরেকটি বড় রাজনৈতিক সংকট তৈরি করতে দিতে পারে না ইইউ।