সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ২০২০ সালের মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ এবং নিয়োগ বৃদ্ধির দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন পরীক্ষায় অংশ নেয়া চাকুরী প্রার্থীরা। আজ সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
মানবন্ধনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালে দিনাজপুরে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৩৭ হাজার প্রার্থী। এর মধ্যে মৌখিক পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ১৯৫ জন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। তাই দ্রুত ফলাফল প্রকাশ করলে তারা দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। এছাড়াও বেকারত্ব দূরকরণে শিক্ষক নিয়োগ সংখ্যা বৃদ্ধির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, উজ্জল রায়, আবু বক্কর সিদ্দিক, অরুন রায়, তৌহিদুর রহমানসহ অন্যান্য নিয়োগ প্রার্থীরা।