পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম সোহরাব হোসেন (৬০)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর জোনাইল সড়কের সন্দোভা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পার্শ্ববর্তী রড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পারকোলা গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।
তিনি উপজেলার কুসাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোভ্যানে করে চাটমোহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে অটোভ্যানটি চাটমোহর জোনাইল সড়কের সন্দভা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক মারা যায়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।