নোয়াখালীর সুধারাম উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাহিদুল ইসলাম নাহিদ (১৮) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ূবপুরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় শনিবার (১৯ নভেম্বর) সকালে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, পূর্ব শত্রুতা জেরে ইউপি সদস্য রহিমের নের্তৃত্বে সাগরসহ বেশ কয়েকজন নাহিদের ওপর হামলা চালান।
এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুত্বর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শনিবার আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রহিম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। পরে নাহিদ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে রহিম মেম্বারের বাড়িতেও হামলা চালায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।