‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, জেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল মতিন, সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমূখ।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
দুইদিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় মোট ১৬টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর ও উদ্যোক্তরা অংশগ্রহণ করে।