সিরাজগঞ্জের ভাটপিয়ারী এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে যমুনা নদীতে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি। হুমকিতে রয়েছে আরও অনেক জমি, বাড়িঘরসহ অন্যান্য স্থাপনা। কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি ভুক্তোভোগীদের।
সিরাজগঞ্জের যমুনার কোল ঘেঁষা এলাকা ভাটপিয়ারী।
বালুমহাল না থাকলেও ওই এলাকা থেকে প্রায় ৬ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে কয়েক হাজার বিঘা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে এ অঞ্চলের মানুষ। জীবিকা নির্বাহের একমাত্র উৎস হারিয়ে দিশেহারা তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বালু খেকোদের দৌরাত্ম্যে তারা কয়েক হাজার বিঘা জমি হারিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
তবে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পেলে পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় সরকারি ৩টি বালু মহাল রয়েছে।