চট্টগ্রামের কায়েজিদ এলাকার কাগজ তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটির ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান।
এর পরপরই ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেছেন। ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পর জানানো হবে।