সেনাবাহিনীর সদস্যদের দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দ্য ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি), চট্টগ্রাম সেনানিবাসে ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
এ সময় আর্টিলারি কোরের নতুন সংযোজিত ৫১ এমএলআরএস রেজিমেন্টেরে তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তকরণ এবং নবগঠিত শোরাড মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন করা হয়। আজকের প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের মেজর ইফতেখার হাসান।
সেনাপ্রধান বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ফোর্সেস গোল-২০৩০ এর লক্ষ্য পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেনাবাহিনী। তারই অংশ এই সম্প্রসারণ ও আধুনিকায়ন। ’ তুরস্কের তৈরি টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম ও চীনের তৈরি শোরাড মিসাইল বাহিনীর আভিযানিক সক্ষমতা আরও বাড়িয়েছে বলেও জানান সেনাপ্রধান।
অনুষ্ঠানে চট্টগ্রামের জিওসি, এরিয়া কমান্ডার, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।