মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের দখলে থাকবে, এমনটাই নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোতে দেখা গিয়েছিল। বুথ ফেরত জরিপগুলোর ভবিষ্যদ্বাণীই সত্যি হতে যাচ্ছে। আর মাত্র একটি আসন পেলেই কংগ্রেসের (পার্লামেন্ট) নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিবে রিপাবলিকানরা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও বাইডেন প্রশাসনের প্রতি অসন্তোষের কারণে দলটি কংগ্রেসের নিম্নকক্ষে একটি অপ্রতিরোধ্য বিজয় আশা করেছিল এবং তেমনটাই হতে চলছে।
২০১৯ সালের মধ্যবর্তী নির্বাচনে শক্তিশালী সমর্থন নিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছিল ডেমোক্র্যাটরা। তবে এবারের নির্বাচনে ভিন্ন আঙ্গিকে হতে চলছে।
গার্ডিয়ান বলছে, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে ইতোমেধ্য নিজেদের জয়ের দাবি করছে। তবে ২১ শতকের মধ্যে সবচেয়ে সংকীর্ণ ব্যবধানে বিজয়ী হবে তারা। যেখানে ২০০১ সালের নির্বাচনে মাত্র ৯টি আসনের ব্যবধানে বিজয়ী হয়েছিল রিপাবলিকানরা।
মধ্যবর্তী নির্বাচনের প্রায় এক সপ্তাহ পরে ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কের তিনটি আসনে রিপাবলিকানরা জয় পেয়েছে। সোমবার শেষে তারা পেয়েছে মোট ২১৭টি আসন। অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৫টি আসন। আর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন ২১৮টি আসন।
মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। বাকি রয়েছে আরও ১৩টি আসনের ফলাফল। এর ফলে বলায় যায়, রিপাবলিকানরা নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছেন।