কানাডার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাইড্রো-কিউবেক। এই প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রেরও বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই প্রতিষ্ঠানেরই এক কর্মচারীর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এর জেরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ।
খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার (১৪ নভেম্বর) ৩৫ বছর বয়সী ইউয়েশেং ওয়াংকে গ্রেপ্তার করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। পরে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর এক বিবৃতিতে আরসিএমপি জানায়, কানাডার অর্থনৈতিক ক্ষতির জন্য ও চীনকে উপকৃত করতে গোপন নথি দিয়েছেন ওয়াং। মঙ্গলবার চারটি অভিযোগ এনে তাকে লংগুয়েলের আদালতে তোলা হবে।
আল-জাজিরা বলছে, হাইড্রো-কিউবেকের বৈদ্যুতিক যানবাহনের প্রযুক্তি বিকাশের শাখায় কাজ করতো ওয়াং। মন্ট্রিলে বসবাসরত ওয়াংয়ের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অক্টোবরের মধ্যে গোপন নথি চীনকে দেন তিনি।
আরসিএমপি ইন্সপেক্টর ডেভিড বেওয়ায়দিন বলেন, ‘হাইড্রো-কিউবেকে বৈদ্যুতিক যানের প্রযুক্তিগত বিকাশ নিয়ে কাজ করা হয়। চীনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা সেখানে গবেষণা চালায়। ওয়াং হাইড্রো-কিউবেকের কর্মী হয়েও অন্যান্যদের সঙ্গে বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। নিজের অবস্থানের ব্যবহার করেছেন তিনি। ’
চলতি বছরেই ওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ করে হাইড্রো-কিউবেকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা। এর জেরে গত আগস্টে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু করা হয়েছিল।