প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট পেল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এনজে লোগারকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাতাশা পিয়ার্স মুসার। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবি ছিলেন তিনি।
নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাতাশা মুসার। তার প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এনজে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।
নির্বাচিত হয়ে নাতাশা বলেন, স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর আস্থা রাখেন। গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত। জলবায়ু মোকাবেলায় বিশ্ব কঠিন সময় পার করছে মন্তব্য করে নাতাশা বলেন, তরুনেরা দায়িত্ব নিচ্ছেন যাতে পরবর্তী প্রজন্ম একটি সুস্থ্য ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারে।
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট পদ মূলত আনুষ্ঠানিক তবে নাতাশা সশস্ত্র বাহিনীর প্রধান হবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করতে পারবেন।
সূত্র: বিবিসি