রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনশ ফিট সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই পথচারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইয়াসিন আরাফাত জানান, পূর্বাচলের দিক থেকে একটি মোটরসাইকেল করে দুইজন ঢাকায় ঢুকছিল। আর ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। তাদের তিনজনকেই উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ওই পথচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক জহির রায়হান জানান, দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহী কুর্মিটোলায় চিকিৎসা নিচ্ছেন। আর পথচারীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।