মিশরে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
শনিবার মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী মানসুরিয়া নদীতে পড়ে যায়।