যুক্তরাষ্ট্রের একটি এয়ার শোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার টেক্সাসের ডালাস শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
তবে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমনকি সংঘর্ষের সময় বিমান দুটিতে কতজন পাইলট ও ক্রু ছিলেন তাও জানা যায়নি।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পেড়েছে। ভিডিওতে দেখা যায়, কম উচ্চতায় উড়তে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমান এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটারে মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন।
মেমোরেটিভ এয়ার ফোর্সের (সিএএফ) প্রেসিডেন্ট এবং সিইও হ্যাঙ্ক কোটস রয়টার্সকে জানিয়েছেন, বি-১৭ বিমানে সাধারণত ৪-৫ জন ক্রু থাকে আর পি-৬৩ বিমানে একজন পাইলট থাকে। তবে দুর্ঘটনার সময় কতজন বিমানে ছিলেন তা জানাননি তিনি।
এ ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।