রাজধানীর মহাখালীর একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে পুলিশ। তাঁরা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে সেখানে সমবেত হয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, আজ শুক্রবার রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে এই অভিযান চালানো হয়। সেখান থেকে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাত আটটার পর এসকেএস টাওয়ারে গোপন বৈঠকের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক ব্যক্তিদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের সবাই ‘ষড়যন্ত্রে’ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।