চার ঘণ্টা চেষ্টার পর ঢাকার ধামরাইয়ের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১২ নভেম্বর) ভোর সেখানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিসিক শিল্প নগরীর কালামপুর বাস স্ট্যান্ড এলাকার প্যাকেজিং কারখানার চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ভোর ৪টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। এর ১০ মিনিটের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায়। পরে ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। তবে ৮টা ৪০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আসে। কারখানার ভেতরের মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।