রাজধানীর মহাখালীতে পাঁচ হাজার ইয়াবাসহ মিছবাহ উদ্দিন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দলের প্রধান সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস।
তিনি বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী কাঁচাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হাজার ইয়াবাসহ মিছবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।