পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে হুইল চেয়ার প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে মো.
আবুল কালাম সভাপতি এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে শুভ মালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া আনারস প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে কালাচান বিশ্বাস সহ-সভাপতি,
কলস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে সাথী বেগম অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেল্লাল ফটিক দপ্তর সম্পাদক, মো. কবির প্রচার সম্পাদক, সুখী আক্তার নারী ও
শিশু সম্পাদিকা, খাদিজা বেগম ক্রীড়া সম্পাদিকা ও লিটন মালী সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট গ্রহণসহ সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জাকির হোসেন রিপন। উল্লেখ্য,
বুধবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত গলাচিপা শহরের সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০৭ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোট প্রদান করেন