দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। যাকে গিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ফুটবল প্রেমীদের মধ্যে। প্রিয় দলকে সমর্থন যোগাতে কাতারে ভিড় জমাতে শুরু করেছেন বিশ্বের লাখো ফুটবলপ্রেমী। যেখানে আর্জেন্টাইন সমর্থকদের চাওয়া ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ্বকাপের শিরোপা আক্ষেপ ঘোচাক লিওনেল মেসি।
সে কারণেই আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। তবে আর্জেন্টাইন সমর্থকদের সে আশায় জল ঢেলে দিয়েছে বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। যাদের ঢুকতে দেওয়া হবে না কাতার বিশ্বকাপে স্টেডিয়ামগুলোতে। এর কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে পারছেন না বেশকিছু সমর্থক। কাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।
শহরের বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংস সমর্থকরা স্টেডিয়ামের বাইরে থাকবে। সহিংস সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন। অনেকে নিজের খরচ মেটাতে পারেন না, তাদের এই তালিকায় রাখা হয়েছে। ’
ডি’আলেসান্দ্রো আরও বলেন, ‘কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী। ’
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। এরপর গ্রুপ সি এর অপর দুই দল মেক্সিকোর বিপক্ষে ২৬ নভেম্বর ও শেষ ম্যাচ ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।