টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। উপজেলার সল্লা এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলযোগে দুজন বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। তারা সল্লা এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে কোনো একটি ভারী যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
তিনি আরও বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ’