বাংলাদেশ ছাত্রলীগের ‘সুপার ইউনিট’ খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ১ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। চার মাসের মাথায় সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।