ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণা কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করছেন।
গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি করা হয় সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক করা হয় শামিম রেজাকে।
এরপর শনিবার পদবঞ্চিতরা মানববন্ধনসহ সড়ক অবরোধ করেন। হরিপুর উপজেলার ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবি তুলছেন তারা।
বিক্ষোভকারী ছাত্রনেতাদের অভিযোগ, বিএনপি সমর্থন করে এমন ব্যক্তিদের হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এই কমিটি বাতিলের দাবি জানান তারা।