বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র রবিনের মরদেহ নিয়ে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া এলাকায় অবরোধ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রাসহ রবিনের সহপাঠিরা।
উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া সদরের উত্তর গোদার পাড়া এলাকায় দুর্বৃত্তরা নবম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম রবিনকে (১৭) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিন উত্তর গোদার পাড়ার নওশাদ এর ছেলে।
ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে আসার পর বেলা ৩ টায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা রবিউল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করে স্লোগান দেন।
এদিকে, দীর্ঘ এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে ঢাকা-বগুড়া এবং বগুড়া-নওগাঁ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
সদর থানার ওসি নুরে আলম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়ে লাশ দাফনের জন্য চলে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা শনিবার দুপুরে হত্যা মামলা দায়ের করেন।